ঘামে ভেজা শরীরে
রোদে ভাজা দুপুরে
সবুজেরা হাসি ভুলে
আছে সব ঝিমিয়ে
আসমানে মেঘ নেই
পানি নেই পুকুরে
বোলে যায় মহামতি
শোধ দেবে প্রকৃতি
সুদ  আর  আসলে
ওজনের চাদর ছিঁড়ে
কসমিক ধেয়ে  আসে
হলদে রুপ ধরে ।।


দহনের ঊষ্ণ শ্বাসে
জীবন ফুরিয়ে আসে
ঘুমেরা রাত জাগে
উদোম বেশ বাসে
ঘামাচিরা হাসি খুশি
মেতে আছে অহর্নিশি
লজ্জার মাথা খেয়ে
হাত চলে নেচে নেচে
লস্যি আর সরবতে
নেই কোন ঝগড়া
যেটা থাকে ধারে কাছে
সেটাকেই ধর ধর, পাকড়া।।