ভালো থাকা যায় কি
নিতান্ত ক্ষণস্থায়ী আধারে দ্রবীভূত ইচ্ছার মিশ্রনে
ক্রয় ক্ষমতার নিরিখে মাপা ভালো থাকা, সমাজের আদুল মননে
বহুমূল্য বাহন - পোষাক, খাবার, ফ্লাট,  নান্দনিক অঙ্গাভরনে
ঢাকা দেবার অদম্য ইচ্ছা মনের দৈন দিন, ভাঙা মুকুরে, প্রতিফলনে।।


অসহ্য সমস্ত তাপ নিশ্চিন্তে মিশিয়ে বাতাসে সুখেই দিন কাটে
যদি হয় হোক ভীষন বিপর্যয় তাতে কিই বা যায় আসে
যে আঁচলের ছায়ায় মিলত অনাবিল শান্তির ক্ষণ, বুক ভরা শ্বাস  
উন্নয়নের অজুহাত, অধিকার দিয়েছে সরিয়ে দেবার, অর্থের আশ।।


দামি টেবিল-চেয়ার সব মেহগনি, ততধিক দামি খাবারের সুবাস
জানালার ফাঁক গলে মিশে বাতাসে পৌঁছায় জলঢালা ভাতে
কে পাবে বেশী একটা রুটি, তাই নিয়ে চিৎকার, ঝরে নোনা পানি
খেতে গিয়ে, কানে আসে পাঁচিলের ওপারে পড়ছে বাঁচার দীর্ঘশ্বাস ।।


ঘুম ভাঙ্গে হটাৎ মধ্য রাতে, শোনা যায় বাচ্চাটা কাঁদে ক্ষুধায়
বুকের দুধে নাহি কুলায়, অভিশাপ দেয় মা, মরে যানা, হাড় জুড়ায়
আরো কত বেদনার, দুখের কথা ভাসে কেবলি স্তব্ধ রাতের আঙিনায়
অন্তরে বেঁধে যদিবা রাতের আঁধারে, নুতন সকালে তবু ভুলে যায় ।।