ঐ বৈশাখী মেঘে
যদি মাতন না জাগে
সূর্যকে ঢেকে বলো
লাভ কি হোল
ঝর্ণার বুকে যদি সুর না থাকে
তবে  সেকি শুধুই ভালো।


গোলাপের রঙে যদি প্রেম না জাগে
খুশী ভরা হাসি নিয়ে
ফোটার কি মূল্য বলো
দুকুল ছাপানো বরষার নদী  
যদি না ভাসায় মন
কুল ভেঙে লাভ কি  হলো।


জীবনের ধারাপতে শুধুই বিয়োগ
মুঠো মুঠো আশা আছে
তবু হয়নি সে যোগ
ছন্দ সাজাই শুধু নেশায় মেতে
হারানোর নেই ভয়
স্বপ্ন, শুধু স্বপ্ন দেখে।।