রণ পায়ে দৌড় জীবিকার তাগিদে রাত গভীরে
কাঁধে বোঝা, দৌড়, জীবনের যত সুখ তুচ্ছ করে  
থামেনা সে,  আলো ফোটার আগে পুব আকাশে
এমনি কোরেই কেটে যেত জীবন অনেক আশা নিরাশে।।


শৈশব ! ছিনিয়ে নিয়েছে দৌড়, ভারী ভারী ব্যাগ কাঁধে
সকাল থেকে সন্ধ্যা দৃষ্টির বাহিরে অদেখা ভবিষ্যতের পথে পথে
কৈশোর আসে, আরো বাড়ে ওজন বড় বড় স্বপ্নের মাশুল দিতে
ছোট ছোট আদর মাখা মুখ বিদ্ধস্ত, নিরুপায়, দৌড়তেই হবে ।।


গন্ডি হীন মাঠের দিগন্ত রেখা ক্রমশ সরে সরে যায়, আরো দূরে
বিজ্ঞাপনের সততায় পণ্যের পৃষ্ঠাপোষক মন গুন গুন করে
পেতেই হবে হাতের মুঠোয়, আরো জোরে, দম ফুরাবার আগে
শেষ নেই, তবু পাল্লা দিয়ে, কিনতেই হবে সুখ, দৌড়ে গিয়ে।।


জানিনা,  কি চাই, কতটা চাই, কোথায় গিয়ে থামাতে হবে
সমীক্ষার অবকাশ নেই, অন্যেরা পিছনে ফেলে এগিয়ে যাবে
একের পর এক যোগ, যোগ, ফল দেখা নয়, শুধু যোগ হবে
আত্ম কেন্দ্রিকতার স্রোতে সব ভেসে যায় যাক, দৌড়তেই হবে।।


প্রিয়জন, আদর আপ্পায়ন, সামাজিকতা, ও সব কেবলি কথা
আমার আমিই শেষ কথা, অবকাশ না থাক,  দৌড়াতে হবে
পৃ্থিবীর সবুজ ছেড়ে চির বিদায়ের কালে মন দৌড়ায় তবুও
ওরে,  চেকের সইটা করিয়ে রাখ, আমাকে দৌ্ড়ে যেতে হবে।।