তোমার ভালোবাসা
যেন প্রথম বরষা এলো
গুন গুন করে মন নানান সুরে
ভাসায় প্রেমের ভেলা আকাশ জুড়ে।


একটু দেখা সেই প্রথম হাসি
তুমুল বরষা হয়ে ভেজায় সহসা যদি
রোদছায়া দুপুরে  অলস ভুবন জুড়ে
কেবল ছবিরা কথা বলে নির্বাক সফরে।


চোখ তুলে দেখা সেই অনেকের ভিড়ে
ভেঙে যায় আগল যেন ঘুর্নি ঝড়ে
আশার বৃ্ষ্টিতে নদী যদি ভরে
মন্দ হবে কি তা  দুকুলে প্লাবন এলে।


তোমার ভালোবাসা
যেন প্রথম বরষা এলো
নয়ন পাতায় একটি ফোঁটায়
সে এক নূতন ভরসা পেল।।


( কয়েক দিনের অসুস্থ্তা কাটিয়ে ফিরে এলাম ব্ন্ধুদের মাঝে)
১৭।০৬।২০১৪