ও আকাশ বেশতো ছিলি
কপালে সিঁদুর রাঙা টিপ পোরে
ওলিরা ছিল মেতে প্রেমের খেলায়
কলিদের ঘুম ভাঙ্গিয়ে মধু নেবার ছল কোরে।


ও আকাশ বেশতো ছিলি
খোলাকেশে বাতাস সাথে কেন তুই খেলতে গেলি
আলোর ভুবন ঢেকে দিয়ে আঁধারে মুখ লুকালি
বাউল মনের একতারাতে সুরের পেখম মেলে দিলি।  


সোনালী জরির ফিতে খোঁপায় বেঁধে
যাস উড়ে তুই কোন দেশেতে
মুখ ঢেকেছিস আঁধার রঙে  দুচোখে জল ভরে
বলনা এখন ঝরবি কখন  ধরব মনে তারে।


দেখে তোর  রকম সকম মুখ ঢেকেছে তরুন তপন
পাখিরা ফিরছে বাসায় নেইযে আলো যেমন তেমন
পথের মাঝে পথিক প্রবর তাকায় সবাই তোরই  পানে
তোর গোমড়া মুখের গর্জানিতে বাঁচতে সবাই প্রাণে।।


"  বরষার আয়োজন "