শুধু ভালোবাসি বলে বারে বারে ফিরে ফিরে আসি
মনের জানালায় উঁকি দেওয়া কথা গুলো সাজিয়ে ছবি আঁকি
হাজার কাজের মাঝে একটু দেখার জন্য মুখিয়ে থাকি
মন থেকে যায় কি সরানো,  আমি যে ভালোবাসি।।


আমার চেতনা, মনন, ছন্দ বা মনের গভীরে ফোটা
হাজার কুঁড়ির নিশ্বব্দ দোতনা ফোটায় বুদ বুদ কত কথা
কখনো সে ধুলায় ভরা পথের পথিক, বকুল কুড়ানো পল্লীবালা
অযত্নে ফোটা থোকা থোকা আকন্দ দিয়ে গাঁথা, শুধু মালা।।


ধূ ধূ  প্রান্তরে চাঁদের আলোতে ভেসে যাওয়া শুকনো ঘাস
দখিনা বাতাসে মিশে থাকা নোনা পানির গভীর নিশ্বাস
সদ্য নিকানো মাটির বারান্দায় কিশোরী কনকের পায়ের ছাপ
ঘুঘু ডাকা দূপুরে তরল সূর্যের সাথে ভাব করা বৈ্রী দীর্ঘশ্বাস।।


বর্ষায় মাথা তোলা নব কল্লোলিত সবুজের অন্তরঙ্গ হাসি
টল টলে জলে ফুটে থাকা পদ্মের সাথে মধুপের মাখা মাখি
হেমন্তের শিশির ভারে নুয়ে পড়া কচি ধানের উদ্বেলিত নুপুর
দিগন্তে মিশে যাওয়া ভরা জোয়ারে খেয়ালি মাঝির বৈ্ঠার সুর ।।


নিস্তরঙ্গ মনে কান পেতে হৃদয়ের কথা শুনে,  শুধু হাসি
দোপাটির বনে প্রজাপতি ঘোরে সব ফুল নহে বাসি
অপেক্ষার দ্বারে প্রহরী হয়ে জেগে থাকি নিরবধি
কখন ডেকে চলে যাবে সখা, আমি যে শুধুই ভালোবাসি।।