হটাৎ যদি ছোট ছোট অস্বস্তি কারন খুঁজে নাহি পায়
একোনাইটের  দু-তিনটি ডোজ বিফলে নাহি যায়।।


পেট ভূট ভুট গলা জালা বারে বারে পিপাসা পায়
কার্বোভেজের দুটি ফোঁটা ঘণ্টা অন্তর আরাম দেবে নিশ্চয়।।


বর্ষা কালে ঠাণ্ডা-গরম নাক সড় সড় জল পড়া সাথে হাঁচি রয়
দু-চার ফোটা রাসটক্স আর ব্রায়োনিয়া তে উপকার হবে নিশ্চয়।।


শরৎ কালের নূতন ঠান্ডা শরীর খারাপের বার্তা দেয়
ডালকামারা গুরুত্ত পূর্ণ - ঘন্টা অন্তর দুটি ফোটা আরাম বার্তা বয়।।


বারে বারে মনে হয় দাস্তে যাই - পেট কামড়ায় খাবারে রুচি নাহি রয়
পয়জন-নাট সপ্তাহ খানেক খালি পেটে সকাল-বিকাল দুটি ফোটা আরাম এনে দেয়।।


কর্তা-গিন্নি ঝগড়া ঝাটি,  কর্তা টি মন মরা, কাজে বেজার রয়
দিন পনেরো লাইকো-২০০ শোবার আগে দুই ফোটা জোস এনে দেয়।।


শীতে কালে চর্মপীড়া খোসওঠা, জানি ভীষন চুলকায়
দিনে দুবার এলুমিনার চারটি ফোটা শান্তি এনে দেয়।।


হাত-পা ফাটা শীতের সময়  মায়েদের ভীষন কস্ট দেয়
সার্সাপেরিলার  দুটি ফোটা দিনে দুবার ভীষন সহায় হয়।।


গেঁটে বাত, খেঁচে ধরার যন্ত্রনা, উরু সন্ধির বেদনা বড় কষ্ট দেয়
ফরমাইকা-রুফার সাথে পেট্রলিয়াম-২০০ সারা দিনে দুবার করে
দুইটি ফোটায় আরাম দেবে নিশ্চয়।।


দুধের বাছার বুকের দুধে পেট ভরেনা কান্না জুড়ে দেয়
আর্টিকা-ইউরেন্স মাদার টিংচার গরম জলে ১০ফোটা
সকাল-বিকাল মাকে দেবে খালি পেটে অন্তত একটি মাস
শিশুর মুখে- মায়ের মনে হাসি এনে দেবে নিশ্চয়।।


যৌবনেতে ব্রন হয় এ নূতন কিছুই নয়, রুখতে হলে
ক্যালকেরিয়া ফস-৩এক্স চারটি দানা বালিকা-ক্ষেত্রে
বালকদের - ক্যালকেরিয়া পিক্রেটাম২০০ আরাম দেবে নিশ্চয়।।


আর আছে অনেক কিছুই, সব যাবেনা লেখা
মানুষ দেখে, রুচি দেখে, তাবেই যাবে দেওয়া
ভালো থাকুক মানুষ শরীরে আর মনে, শান্তি আসুক
খেয়ে পরে গরীবের সংসারে।।


( বিঃ দ্রঃ  - লেখাটি কবিতার আকারে কিছু রোগ ও  ঊষধের (হমিও) নাম দেওয়া আছে, একটু মনযোগ দিয়ে দেখলে অনেক কাজে লাগবে, আর কাহারো উপকার হলে খুব ভালো লাগবে। আমার প্রফেসান নয়, তবে আসে-পাশে অনেক মানুষ আছেন যারা ভরসা করেন)