ইতিহাস খুঁজে খুঁজে বলনা কি পেলে
হাজার হিসাব করে জীবনের খেলা ঘরে
কতটা আলোয় জীবন কাটালে
বলোনা কতটা আলোই বা বিলালে।।


বকুল জানে ঝরে যাবে তবুও সে  ফোটে
একটি নিশির প্রেমে বিলায়ে নিজেরে
স্নিগ্ধ ভোরের আলোয় বিদায়ের গান গেয়ে
ধূলার বিছানায় চায় আশ্রয় বোঁটার বাঁধন কেটে ।।


পথ সে যেমনি হোক চেতনার আলোয় দেখা যাবে
পথিক তুমিও সেথায়,  শুধু ভেবে  বল কি হবে
যেটুকু পেয়েছ পথে সেটুকুই তোমার, তা মান
জীবন কে জানতে চাও যদি, নিজেকেই নূতন করে জান।।


অভিযোগ অনুযোগ শাখায় শাখায় বেড়ে যায়
শিকড় কেবলি খোঁজে স্বার্থের খাবার, জেতার মায়ায়
নিজেকেই প্রশ্ন করে দেখনা উত্তর মেলে কি তার
যা কিছু রেখেছ নিজের ভেবে, তার কতটুকু দরকার।।