তৃষিত দুপুরে আঁচলে সূর্য ঢেকে
এলে ভুবন জুড়ানো স্বস্তি নিয়ে
চোখগেল পাখিটার মিটিয়ে জ্বালা
চাতকের আহবানে জীবনের গান গেয়ে।।


মৌসুমী ডানায় ভেসে ভেসে  বহুপথ ঘুরে ঘুরে
পাহাড় চুড়ো গভীর সবুজের সাথে মিতালি করে
জাগার মন্ত্র শোনালে ঘুমিয়ে থাকা লক্ষ শতদলে
আড়-মোড়া ভেঙে জাগে  দুটি-পাতা পলে পলে।।


বাংলার গাঁয়ে মাটির গন্ধে ভিজে যায় চাষী মন
নব প্রাণ জাগে চষে রাখা মাঠে ভবিষ্যতের আগমন
প্রাণীকুল মাতে তোমার দানে ভরে ওঠা খালে বিলে
নূতন সৃষ্টির আহ্লাদে ঝাঁকে ঝাঁকে ঘোরে আনন্দ হিল্লোলে  ।।