বন্ধু তোমাকে খুঁজে খুঁজে কত নিশি গেছে কেটে
ভাবনার স্রোতে ভেসে কিনারার কাছে এসে
ডোবে তরী গলা জলে অদেখা ঘুর্নির পাকে ।


রাত জাগা জোনাকির পাতার বাসায়
স্বপনেরা বুক বাঁধে নূতন আশায়
একটা মাধবীর ঝরে পড়া মদিরা নেশায়।


নিরাশার জাল কেটে স্বপনের  বালুতটে
গোধুলির রঙে যদি জাগে চাঁদ আকাশে
দু হাত বাড়িয়ে তবে ডেকে নিও আমাকে।।