একটা মাধবী তুমি ভেজা ভেজা শ্রাবন ধারায়
জেগে আছ হাসি নিয়ে মেঘে ঢাকা চাঁদের মায়ায়
বাতাসের মরমী বাঁশী বাঁধে সুর তোমাকে ঘিরে
অপেক্ষায় থাকা প্রেম শুধু ভেসে যায় নয়ন নীরে।।


শিক্ত পাতার মাঝে তুমি ছিলে শুভ্রতা ছড়ানো এক মুঠোসুখ
এ জীবন নদীর পলি জমা বাঁকে আজো ভাসে সেই মুখ  
জীবন দেখেছে অনেক বৃষ্টি ভেজা রাতের নিরব বেদনা
তবু বয়ে চলে তীর ঘেঁসে সবুজ স্বপ্নের আশায় ভুলে সব যন্ত্রনা।


ভালোলাগা ভালোবাসা এক নয় কখনো সে জানে
ফুটে থাকা মাধবীর ডালে সোহাগ পরশ  মাখায় আপন মনে
কদমের পাতায় ছাওয়া খেলাঘর ভাসে যদি বা শ্রাবনের বানে
মনের কি দোষ বল ফুটলে ফুল সুখের লতায় এ বরষা দিনে।।