ভালবাসার আপন ঘরে সুখের প্রদীপ জ্বেলে
চায়গো বাঁচতে সবাই অযুত বছর ধরে
হাসির আবেশ চোখে মুখে প্রানের মাঝে ঝরে
সুরে মাতে মন পাখিটা আনন্দ কলরোলে।।


শান্তির স্নিগ্ধ বাতাস খুশীর সুবাস ছড়ায়
ঘোর শ্রাবনেও মন মেতেছে পূর্ণ চাঁদের মায়ায়
ভোরের পাখি ডাকার আগে মনের পাখি জাগে
নূতন দিনের স্বপ্ন দ্যাখে নরম আলো মেখে ।।


পাপড়ি মেলে ফুটছে টগর, ফুটছে গোলাপ কলি
নবীন প্রভাত ওড়ায় কেতন গাইছে বুলবুলি
কাঠ বিড়ালি নেচে বেড়ায় এ গাছ ও গাছ ঘুরে
প্রজাপতি মাখছে পরাগ ফুলের বনে উড়ে।।


সবুজ টিয়া কাটছে সাঁতার আলোর আকাশে
শালিক, চড়ুই খাবার আশে ঘুরছে পাশে পাশে
ফুড়ুত ফুড়ুত উড়ছে টুনি বড়ই সে চঞ্চল
গোলাপ ঠোঁটে হলুদ পাখায় খোকাহোক অবিচল।।