জ্ঞান বৃক্ষের ফল খেয়ে মন
কমে কি তোর উদর জ্বলন
কর্ম ভুলে  আছিস বসে
পথের পাশে দানা-পানির করুন আশে
করনা বিচার জ্ঞানের খাতায়
কোন টা তোকে বেশী তাতায়
কর্মা-কর্ম  না ধর্মা-ধর্ম
জ্বল্লে উদর সকাল-সন্ধ্যা যখন তখন।।


ভরা পেটেই জ্ঞানের বাণী
শোনায় সকল জ্ঞানী গুনি
কেউ থাকেনা ক্ষুধায় কাতর
কেউ জাগেনা বিষের বাসর
কর্ম করে  সবল দেহে সুস্থ মনে
বাড়িয়ে নেনা জ্ঞানের বহর।।


জ্ঞান সমুদ্র স্বচ্ছ অতল
ফলেনা সেথায় লোভের ফসল
কর্মের চারা লাগিয়ে সেথায়
সেচ দেনা তায় জ্ঞান সমুদ্রের পুস্টি জল।।