মেঘ আছে বারি নাই সদাই মন উচাটন
সু-পরিনত যৌবন খুঁজে ফেরে নিভৃ্ত মৌবন
দৃষ্টি প্রসারী সকাল-সাঁঝে দিনের শত কাজের মাঝে
দোল খায় মন, কলসী কাঁখে পুকুর ঘাটে সে আসিবে কখন।।


এ টুকুই পাওয়া, কলসী ভরিতে যেটুকু সময়
আনমনা বাতাসে খসে পড়া আঁচলে খিল খিল হাসে উন্নত স্তন দ্বয়
যেন  শান্তির বারি গগন বিদারী ঝরে পড়ে চোখে মুখে
আহা, ধন্য হল কাঙালের প্রাণ, শুধুই এটুকু দেখার সুখে।।


মন ভাবে, কোন কুশলী ভাস্কর গড়েছে নিপুন হাতে
এমন মাপ  প্রতিটি অঙ্গের, অনাবৃত বাসনায় জেগে জেগে
মানস চোক্ষে ভাসে আবরন হীন প্রতিটি রেখা, প্রতি বাঁক
বাকরুদ্ধ মনের সৈকতে জাগে ষোড়স কলার জীবন্ত জল ছাপ।।


সু-গভীর শাস্ত্রের অতলে হারিয়ে শুধুই ঝিনুক খুঁজে
কেটে যায় বেলা, তৃষিত নয়নে প্রতিদিন মুখ বুজে
যদি হয় চোখাচোখি, কি কহিব ভাবি, সমুখে দাঁড়ায়ে
অঞ্জলি পাতিয়া কহিব ধীরে, তৃষিত এ হৃদয়, পূর্ণ কর প্রিয়ে।।