শুধু চেয়ে থাকা, অনুভবে অচেনা ছায়া, আধুনিকতার দন্দ
পালিয়ে যাবার উপায় নেই, বোধের সব দরজা বন্ধ
রাতের অবকাশে নুতন মানুষ আসে, পালটায় পটভূমি
রকমারি লেনদেন, অস্ফুট কথা, পোশাকে-বাহনে অনেক দামি।।


গভীর রাতে আলোর বন্যায় ছেঁড়া কম্বলে আপাদ ঢেকে ভাবি
প্রতিদিন-রাতের ঘটে যাওয়া ঘটনার জোড়া দেওয়া ছবি
বিকলাঙ্গ মানুষ! এ রকম......ডাক্তার খানায় গড়া নাকি
অর্ধেক পা, ফিতের মত হাত, সাংঘাতিক... সব কত কি।।


অভাব নেই খাবার-নেশার, জুটে যায় কত কিছু দিনে রাতে
দেখোনা কিছুই, এ কাজ  তোমার নয়, কান দিওনা কিছুতে
বেশ আছি, গল্পের লোকও জুটে যায়, জমে ওঠে আড্ডা
লাইন হোটেলের ছোঁড়া গুলো ভালো দিয়ে যায় বাসি রুটি-চা টা।।

ফেরার ঠিকানা আর ডাকেনা, হারিয়ে গেছে অনেক আগে
জগতে আছে কেউ এত বোকা! দায় ফুরালে যে মনে রাখে
ক্ষুধার দায় ! সে তোমার নিজের, আর কাহারো নয়
কখনো বা মন বলে, ভুলে যা সব, এখন নয় ভাবনার সময় ।।