জীবনের দর্শন কি, এ কাঙাল বোঝেনা তার মানে
সে বোঝে, দুর্ভাগ্য কখনো একা আসে না কোন খানে
বোঝে অনেক চেওনা, অনেক অনেক দূখ্য পাবে
দেখে চলাই ভালো, নতুবা ঠোক্করেই জীবন যাবে ।।


কিছুতেই মনে আনতে চায়না ভুলে যাওয়া ঠিকানা
শিকড় যত গভীরেই থাক উপড়ে গেলে আর বসেনা
অভিনয় একটা সময় নয়, জীবনটাই পুরো অভিনয়
ক্ষীন আলোর মত, ছায়া হীন মমতা হীন আঙিনায়।।


ঘর সে ছাড়েনি, ঘর তাকে ভাসিয়েছে শূণ্যে
তারপর, কত প্রান্তর - কত নদী-ঘাট শেষে জনারন্যে  
এখনো আছে কি আরো বাকি,  হয়ত জানে এই বৃক্ষ তল
চুপ থাকে সদাই, গভীর শান্তির খোঁজে, নির্বিকার, নিশ্চল।।


অভিজ্ঞতার ছায়া, সময়ের চেয়ে অনেক অনেক বড়
দীর্ঘ পথে গা এলিয়ে শুয়ে থাকে অতীত, সহিষ্ণু হলেও, সে জড়
কিছুতেই কাটেনা দাগ মনে, শুধু ত্যাগ, কোথাও করেনা  আশা
মানুষ-আকাশ দেখে, এই ছায়া তলে জীবন এখন পাখীর বাসা।।