শর্তের বাঁধনে হয়না সম্পর্খ মধুর
শর্ত এলেই অনিবার্য সে বিরহ বিধুর।।


হিসাব খাতার পাতা কখনো থাকেনা সাদা
পাতায় পাতায় যোগ-বিয়োগ শুধুই লাভ কসা।।


সম্পর্খের পাতায় যদি আসে শর্তের সিড়ি ভাঙ্গা
শ্রীহীন হয়ে যায় কথা মালা-সম্পর্খ ভুবন ডাঙা।।


শ্রাবন আকাশ যদি  শীতের মেঘে ছায়
মেঘ মাখা পাখিটা ডানায় মুখ গোঁজে হতাশায় ।।