এক
যতকম ততই ভালো
দুখ্য নেই, দেঁতো হাসি
আছি বেশ ভালো।।


দুই
পাঁচ মিনিটে এক হাজার
গন্যমান্য আপনার টাকায়
বোল্লে কথা মুখ ব্যাজার।।


তিন
ট্যাক্স দাও, থাক চোখ বুজে
মোচ্ছব হয় তাঁবেদার ডেকে
শালা, তুমি মর আঙ্গুল চুসে।।


চার
ট্যাঁকে জোর প্রেম মধুর
মাল ফুরালে
প্রেম সুদুর।।


পাঁচ
মোবাইল প্রেম মজার খেল
অসাবধানের ছবি থাকলে
অবধারিত ব্লাকমেল।।


ছয়
চরিত্র কি, কোথায় থাকে
কেউ কি তা জানে
খায় ! নাকি মাথায় মাখে।।


সাত
উপর নিচ সব সমান
তুই শালা মাঝের মাল
কেঁদে যা নিয়ে মান।।


আট
অস্টম গর্ভ ভাগ্যবান
ওষুধ পত্তর বাদ সেধেছে
কৃষ্ণ চন্দ্রের ভাগ্য খারাপ চিন্তায় আছে ভগবান।