হাসি হাসি মুখ, মনে গভীর দুশ্চিন্তা
না পারে হাত পাততে, না পারে এড়াতে দায়
অলৌকিক শক্তির কাছে, অনেক কিছুই করজোড়ে চায়
হিসাবে হিসাবে জেরবার, জীবন এখানে গভীর খরস্রোতা।।


সকালে চোখ কাগচের পাতায়, সব খবর চাই সবার আগে
চুপি চুপি আলোচনা, কোনাটা বাদ দিয়ে কোনটা রাখা
প্রতিদিন- প্রতিরাত কিভাবে হবে নির্বাহ, একটাই মাথা ব্যাথা
তর্ক বাসে ট্রেনে, গভীর সব তত্ব, সমাজ-অস্তিত্ত থাকবে কি বাগে।।


চরিত্র, পাপ, নানা দুরহ বিষয়ের সহজ ব্যাখ্যা - দার্শনিক সংজ্ঞা
গালাগালি উপরে- নিচে যারাই থাকে,  রোজই মানসিক চাপ
নিজ মনে বলে, সবাই তো করছে, শালা আমরা করলেই পাপ
বিদ্রোহের আগে শত বার ভাবে, আশঙ্কার মেঘে দুন্দভি ডংঙ্কা ।।


বহুতল ফ্লাট অথবা ঝুপড়ির সংসার, ভাবে ওরা বেশ আছে
যা খুশি করে, লাগেনা তো পাপ, দায় নেই কোন সামাজিক
কেবল এইটুকু গ্যাপ, দু-পিসের মাঝে আলু সিদ্ধ, শশাকুচি, পেঁয়াজ - স্যান্ডুইচ
যত চাপ, ততই লেপটে যাওয়া, শেষে অগস্ত যাত্রার প্রায় কাছে।।


অনেক বাসনা জন্মায় মনে গোপনে,মাঝে মাঝে তাই ভাগ্যের দোকানে
আশা রাশি রাশি - দায় আরো বেশী, খাতায় কেবলি গরমিল
জাঁতাকলে পড়ে জোটে বা কখনো উপহাসের হাসি -খিল খিল
তবু ভাবে, ও সব ঠিক হয়ে যাবে, রাস্তা শেষ হটাৎ ছেদ - জীবনে।।