রাত জাগা দুটি চোখ কবিতার পাতায়
জেগে থাকে শুধু জেগে থাকে প্রিয়া তোমার নেশায়
এ মনের গোলাপ বাগে প্রেমের শিশির যখন পাপড়ি ভেজায়
ভাবনার ছায়াপথে ঝরেপড়া তারারা বাতাসে মেলায়।।


ঘুমের দেশের পরী ইশারায় ডাকে
জানিনা কেন এ হৃদয় তবু আশায় মগন থাকে
তুমি না দিলে ধরা হয় এ মন পাগল পারা
ব্যাথার আঁধারে ঢাকে পূর্নিমা স্রোত ধারা।।


বৃষ্টি নূপুরে যখন বাজে মেঘমল্লার
নিশির সুরেলা বাঁশিতে মন করে হাহাকার
রেশমি সুতায় বাঁধা কাব্যের বীণা তোলে ঝঙ্কার
সুর সাধে প্রেমের আলাপে, তুমি যে আমার।।  


যখন কামিনিরা ঝরে যায় লুটায়ে ধরনির বুকে
আমি দেখি, শুধু দেখি, অপার বিস্ময় সুখে
ভাবি মনে, আমার এ ভুবনে তুমি ঝরিতে যদি
মিলতাম দুজনে সর্ব সুখে - তবে ভাল হত নাকি ।।