তোমার চর্তুদশীর রুপে আমার সর্বাঙ্গ ভেজা
যে দিকে তাকাই সে দিকেই অনুভবের নেশা
মাতাল হয়ে উদাসী নদীর বুকে সাঁতার দিই
অতল স্পর্শীর অনাবিলতায় হারিয়ে যাই
মন চায় ডুব দিয়ে মুক্তো খুঁজি মোহনায়
ক্ষুদ্র এ জীবন, প্রিয়ে এত প্রেম বল রাখি কোথায়।।


পূর্ণিমা চাইনা, পূর্ণ হতে দাও এ পান পাত্র
গন্ডুষ ভরে পান করে যাই, এটুকুই চাওয়া মাত্র
ফিরায়ো না মোরে মিনতি তব, রুপের অহংকারে
জোয়ারের বানে ভেসে আশার তরণী তোমা তীরে
ফেলেছে নোঙর, কিছু সময়ের তরে  সচেতনে
ভরিতে প্রেমের আকর, নিশি নীরবতায় এ মনে।।


আপ্লুত মন, উষ্ণ স্রোতের তরলে স্ফীত ধমনী সকল
পুরাই তে দাও বাসনা এই ক্ষণে, চুম্বন-মন্থনে হোক সফল।