মনের নিভৃ্ত স্বপ্নবাসরে স্বল্পবাশ
দুরন্ত যৌবন সাগরে নিমজ্জমান আশ
তবু পিপাসা মেটেনা, তলিয়ে যেতে বাধা দিওনা
প্রেমের পাটেশ্বরী তুমি, রাগ করোনা  নিরঞ্জনা।
                       ক্ষণিকের দেখায় মনের দরজা খুলে ঝরে যায় প্রেম
                       যেন হৈমন্তিক শুক্লা তিথির নিকষিত মধু-হেম
                       মন ভুবনের ছন্দ ছায়ায় শেষের পাপড়ি ছুঁয়ে
                       বিছানো কাঁটার রাস্তায় চলা নির্ভীক পায়ে পায়ে।।


অনেক যামিনীর অযুত নীরব যন্ত্রনা মাঝে
কৃত্তিকা নক্ষত্র হতে ধেয়ে আসা মেঘে যদি তৃপ্তির বরষা জাগে
তোমার সরস ভূমিতে ফুটতে দিওগো প্রথম প্রেমের কিশলয়
                      মেনে নিও হাসি মুখে, ভীষন সে যন্ত্রনা যদিও হয়
                      উচ্ছ্বাস বানে ভেসে যাব মোরা দুজনেই, জেন নিশ্চয়
                      কমল কলির গোলাপি ঠোঁটের সুরভিত সুষমায়।।