এ মনের ভাঙ্গা হাটে
মনোহারি পসরা নিয়ে
এলে তুমি কোন ব্যাপারী
নাইতো হেথায় দিনের আলো
সন্ধ্যা এখন দুয়ার ভরি।।


জাগলে বাতাস মনের মাঝে
উড়ায় ধূলো সকাল সাঁঝে
ফেলে আসা জীবন পথে
স্মৃতিগুলো ডুকরে কাঁদে
মন ছুটে যায় নদীর ঘাটে
ছেঁড়া পালে বাইতে তরী।।


শিশির ভেজা পদ্ম পাতায়
জোৎস্না যখন থমকে দাঁড়ায়
মায়াবী রুপের ছোঁয়ায়
মন ভুবনের দ্বার খুলেযায়
অধীর নিশি শোনায় বাঁশি
এসো খানিক গল্প করি।।


ক্ষনিক সুখের জাল বুনে যাই
মালা গাঁথি ঝরা ফুলেই
নাই বা হোল আলোয় ভরা
সাক্ষী থাকুক রাতের তারা
আঁধারেই থাকনা এ প্রেম
নাই বা ভাসুক স্বপ্ন তরী।।