অনেক ভীড়ের মাঝে তোমাকে খোঁজা
বারে বারেই হারিয়ে যাও, হারিয়ে ফেলা
তবুও  আশাহত নয়, মনের আনাচে কানাচে
খুঁজে ফিরি, হয়ত বা সাময়িক তোমার এ খেলা।।


মনের বুদবুদে একটা কুঁড়ি, ফোটার আগেই ঝরে
ট্রেনের কামরায় ঠান্ডা আবেশে তুমি আসো
শোনাও গল্প, পাশে থাকো  আধো ভাত ঘুমে
কখনো বা নীল ওড়নায় ঢাকা বাঁকা চোখে আমাকে দেখে।।


একটা ছন্দ, নুপূর বাজে অনেকটা সময়, এলোমেলো আবেগে
সিগারেটে টান, রাস্তার মোড়ে চোখ  তোমাকেই শুধু খোঁজে
হাজার জনতা, কোলাহল মুখরিত প্রতি পল, তবুও নীরবতা মনে
মনে আসে কত কথা, কাকে নেব, রাখি কাকে, সময় তাকি জানে ।।


ভাসা ভাসা মেঘের ছায়ায়, মন চলে যায় দূর- বহুদূরে
কৃষ্ণ চুড়ার রঙে তোমাকে সাজায়, মনের সাজঘরে
বিদেশী সৌরভে সম্বিত ফেরে, ঘামে ভেজা গেঞ্জি জড়িয়ে ধরে
পরম আদরে যেন বলে, অনেক হয়েছে, এখন ফিরে যা ঘরে।।


আদুরে কথার আলতো ছোঁয়ার তাপ লাগে গায়ে
গোলাপী অধরে মেঘ ভাঙা রোদ্দুর, একটু ছায়া খোঁজে
দূরে গঙ্গার জলে মেশে স্বজন হারানো নোনা পানী
বার বার মনে হয়, যে গেল চোলে তাকে ও হয়ত আমি চিনি।।