মন তুই থামা দেখি খোঁজার ক্ষ্যাপামি
বুঝলনা কেউ মনের কথা, বলে সবাই পাগলামি।।
ধুলো ঘেঁটে প্রেম ভূবনের চির কাঙাল রয়ে গেলি
অঞ্জলি যে রইল শূণ্য তারে খুঁজে না পেলি


ভাল যাকে বেসেছিলি সেওযে তোর হয়নি আপন
সময় তোকে দিল ফাঁকি, থাকলি পড়েই যেমন তেমন
সারা জীবন কাটিয়ে দিলি  গুনে কেবল ভুলের মাশুল
স্বপ্ন লতার ঝরল পাতা শুকালো তোর প্রেমের মুকুল।।


ভালবাসা ভাবের কথা,  কজনেই বা বোঝে
সব মাটিতে হয়না গোলাপ, ভরে কাঁটার ঝোপে
যায়না করা আচার বিচার  হৃদয় যখন বাসা বাঁধে
সবার কপাল নয়রে সমান, প্রেম তাই যুগে যুগে কাঁদে।।  


শরীরে প্রেম হয়না শেষ - মনেই যে তার সাধের ঘর
সেই মনেরি কেটে  বাঁধন আপন যে তোর হয়রে পর
ব্যাথায় ব্যাথায় দিন যাবে তোর খুঁজবে না কেউ আসল
সব হারালেও মন পাবিনা, থামনা এবার মন পাগল।।