তোর মনেআছে ! কলেজের প্রথম বর্ষে গল্পের কথায়
কালো কফির সুবাসে যখন পৃ্থিবীটা মনে হত গোল নয়      
চোখের তারায় ভাসা হাজার লাজুক স্বপ্ন মেখে
বোলেছিলি কি কি করেছিস – তাড়াতাড়ি বড় হবার তাগিদে।।

দিন-মাস-বছর পেরোয় সম্পর্ক স্বপ্ন হয়ে পথে নামে
ক্লাশ কেটে বা কলেজ শেষে বটের ছায়ায় গঙ্গা পাড়ে
বেশ খানিক টা সময় কাটত  ভাজা বাদাম , আর দূর্বার স্বাদে
সূর্যের শেষ আলোতে দেখতাম আমার হাত অজান্তেই তোর হাতে।।  


ভাবনার ধূলোয়  পায়ে পায়ে এগিয়ে চলা, ফেরার তাগিদে
তবে তোর রাস্তাটা ছিল আমার পথের উল্টো দিকে  
ভাবতাম অনেক কিছুই আকাশ পাতাল, তোর কথার মাঝে
কি জানি, হবেও বা সত্যি যা দেখতাম তোর হাবে -ভাবে।।  


বেশ ছিলি নারে!  শার্টের উপরের বোতাম খুলে, কলার তুলে
পূজোর আগে তিন মাসের জিমের এফেক্ট দেখানোর ছলে
পুজোর প্লান - কোথায় যাবি - আর কে কে থাকবে সাথে
কিভাবে বেরিয়ে আসবি - দর কষাকসি করে মায়ের অমতে।।


এই ছেলে জানিস, আমার ঘর এখন তোর পাড়ায় অন্যের সাথে
তুই হয়ত জানিস না, তবে আমি দেখি রোজ -দুবেলাই তোকে
জানিনা, কি করিস এখন - এখনো কি স্বপ্ন দেখিস দিন-রাতে
নাকি ভেবেই চোলেছিস পাহাড় ডিঙানোর দিন-ক্ষণ পাঁজি দেখে।।  


ইচ্ছে হয়, তোকে ডেকে বলি ওরে বীর-পুরুষ দেখ দেখ আমার দিকে
জোয়ারের তোড়ে এখন কানায় কানায় এ নদী সাগরের খুব কাছে
ইচ্ছে করে তোকে শেখাই সাগর তীরে ভ্রমনের গুপ্ত বিদ্যা
পাহাড়ে ট্রেকিং রুটে কোথায় আছে কত মজা আর সমস্যা।।


ইচ্ছে হয়, বাদাম নয় তোকে দিই অনেক কিছু, হাত ভর্তি সোহাগ
যেভাবে ফুলেরা লাগায় মধুপের পাখায়-পায়ে নূতন জাগা পরাগ
যদি ডাকি – আসবি তবে ! শোনাবি সেই পুরানো গল্প-জীবনের অভিজ্ঞতা  
জানিস, ভীষন বোলেতে ইচ্ছা করে - জীবন কখনো পায়না পূর্ণতা ।।