গলায় আমার তুলসী মালা - চন্দনে মাখামাখি
কে বলে ভাই আমার নামে - হরিদাস মিথ্যা বাদী !


মুখে আমার হাজার তুলসী - চিবাই সাদাই যথা তত্থা
হরির নামের ঝুলি হাতে -  লোকের কেন মাথা ব্যাথা।।


হরির কথা হরিই জানে - অন্যের জন্য নয়
হরি যা করছে দেখছ - তাতো সবার জন্য নয়।।


বাতাসা আর নকুল দানা - এটাই সবার প্রাপ্য
ক্ষীর -ননী মন্ডা-মেঠাই  এটা কেবল হরির জন্য
দেখলে হবে-খরচা আছে, হবেনা এ সব সহ্য।।


ঘন্টা বাজাও, আজান হাঁকাও, কেউ শোনেনা কথা
ঊপর ওলা সদাই বলেন, তোরা না থাকলে পরে কে গাইবে গাথা।।


কিছু আছে,  ভীষন পাজি - ভুল ধরে সব খুটিনাটি
এত সাধের স্বপ্ন দেখা - আশার আশায় বসে থাকা
থাকনা ক-দিন চোখ বুজিয়ে - করিস নে ভাই মাটি।।


মেশিন দেব - পয়সা দেব - দেখতো সবাই খুঁজে
নিন্দার  যন্ত্র আছে কোথায়, জানিস তোরা কেউ
আন্দলনে না নামলে এবার -  সবাই যাবি ফুঁকে।।