হাত ধরলেনা, কথা হলনা, জীবনটা দীর্ঘ ঊষর মাত্রা
প্রতিটা মুহুর্ত, যেন মহাজাগতিক কোন এক যাত্রা
খুঁজে না পাওয়া পথটা থেমেছে  আশঙ্কা-অবিশ্বাসের বাঁকে
ফুল ফোটাবার মাটি হয়েছে ঊষর, কাঁটা ঝোপ ঝাঁকে ঝাঁকে
এখানে শীতল ছায়ার আকাল, নেই স্নিগ্ধতার ঝর্ণা ধারা
তবুও জীবন বয়ে চলে অবিরাম, বুক ছাপিয়ে সে দিক হারা।।


স্বপ্নরা খোঁজে সুনীল আকাশে মিঠে রোদ কিমবা জোৎস্না ভরা
বসন্ত বাতাস খোঁজে নব যৌবনের খোলা জানালায় হাত-ধরা
দিগন্তে গাড় সবুজ-মন ভোলানো নীলের আঁচলে ভালোবাসা
মুঠো মুঠো মাল্লিকা-মাধবী ফুটুক প্রেমের ছায়াপথে নিয়ে নবআশা
হেমন্তের শিশিরে জাগুক  হীরক শুভ্র প্রমের ঝিকিমিকি
অধীর অপেক্ষায় সময় তাকিয়ে আছে , পথ যে এখনো বাকি।।


ভেসে যাওয়া মেঘে যদি চাতকের মেটে পিপাসা
প্রমের নোঙরে বাঁধা নাওয়ে ছোট ঢেউ ভাঙে সুপ্ত আশা
জীবনের মহার্গ দান - তৃ্ষিত হৃদয়ে জাগে প্রেম - গান
নিরালায় বসি জোনাকি আলোয় ভালোবাসা বাঁধে তান
তবুও কি ফিরে যাবে সখা  মেখে বিষাদের ধুলো-ক্ষার
হাত বাড়ায়ে আছে প্রেম - অন্তত দু ফোঁটা অশ্রু দিও ধার।।