যদি পৃ্থিবীর সব গরীব মানুষ গুলো
এক সাথে বেশ কিছু দিনের জন্য শীত ঘুমে যেত
সব শ্রমিক এক সাথে হাতে হাত রেখে কাজ ভুলে যেত
ক্ষেতের ফসল ক্ষেতেই, রান্নার ঘর  রাধুনী শুন্য
কেবল ধনী মানুষ গুলো চার পাশে অনন্ত বৈভব নিয়ে থাকত
রান্নার লোক, কাজের লোক, কারখানার শ্রমিক, কেউ নেই কোথাও
হাঁক-ডাক করেও কাউকে পেতনা বিশ্ব-চরাচরে কেউ নেই কোথাও
তবে এমন হোলে কেমন হোত - বন্ধু ভেবে দেখতো ।।


যারা দুবেলা উদয় অস্ত পেটের দায়ে করে ব্যায়
ভালোলাগা-ভালোথাকা নয় - মানব জন্মের বোঝা বয়
লক্ষ লক্ষ মিটার কাপড়, বাড়ী, বিলাস দ্রব্য তৈরী করে
ছিন্ন কাপড়ে - চাল-চুলা হীন, বিলাস হীন জীবনের সন্ধিক্ষ্নে
আবার যদি ঘুম ভাঙে ওদের - কি দেখবে ঘুম থেকে উঠে
লজ্জা পাবে!  নাকি অন্ধকার পৃ্থিবী দেখে - হাসবে !!