১।
চারিদিকে নানা রঙে উজ্জল লেখা - চাহিদা
সেই ছোট থেকে দেখছি-পুষে রেখেছি মনের ব্যাথা
বছর গুলো পাশ কাটিয়ে যাচ্ছে - আশা বাড়ছে
পথ খুঁজছি নাগালের - কেউ দেবেনা লোভের শিকড় রস খুঁজছে
সহজ পথ - অবোধ শিশু পাশের বাড়ীর  নির্ভয়ে খেলছে
কাজ শুরু - লোভ তাতাচ্ছে - বোধ হারাচ্ছে।


২।
নিত্য দিনের - মায়ের হাতের খাবার - ভাল্লাগেনা
খেতেই হবে বোকা বাক্সে দেখানো নানান কল্পনা
দুধ-মুড়ি ! অখাদ্য, অনেক ভালো রাস্তার চাউ
মুখে লেগে থাকে উষ্ণতা- অম্বল মিলে যাবে ফাউ।।


৩।
যা দেখছি সব চাই - এক্ষুনি, নইলে দুর্ভাগা মনে হয়
ক্ষমতা বা প্রয়োজন বিচার নয় - পেতেই হবে
এ এক অদ্ভুত সময় - বিকার গ্রস্ত -জীবন বিফলে যাবে !!


৪।
বাবা-মা দুজনেই ব্যস্ত - সময় কোথায়  গল্প করার
পড়া-শুনা, ওদের চাহিদা চাপে - ছোট্ট বাঘার উপর।।