হীরের  ঐ নাকচাবিটা
যেন পদ্মপাতায়  শিশিরের একটি ফোঁটা
কাজল টানা গভীর ঐ চোখের চাওয়া
যেন হৃদয় দিঘীর অথৈজলে ঢেউয়ের মায়া
হীরের ঐ নাকচাবিটা......।।
  
কুঁচ বরণ ঐ খোলা কেশে
প্রেমের বাতাস বেড়ায় ভেসে দিল আকাশে
বুকের ঐ আঁচল যেন শীতল এক স্নিগ্ধ ছায়া
কটির ঐ আভরনে পূর্ণিমার পূর্ণ মায়া।।


দোপাটি ঠোঁটের রেখায়
জোয়ারের ঢেউ খেলে যায়
বাহুর ঐ গভীর বাঁধন যেন সে সবুজ মাতন
ছোঁবে সে প্রেমের আকাশ লুটিয়ে লাজের বসন ।।


প্রশ্ন নেই তো কোন  কেবলি চায় যে ছুঁতে
চোখ আর দেখেনা কিছুই –দেখে প্রেম সর্বভূতে
জালিয়ে শিখা মনের মাঝে অন্ধকারের বাঁধন টুটে
তিন ভুবনের কোন পারেতে আছে সে যায় যে খুঁজে।।


সোনারপুর
25.11.2014