১। শিশির ভেজা সুরসুরি
    খেঁজুর গাছে ঝুলছে হাড়ি
    মিস্টি রসের জালের গন্ধে
    মন - রসনা মহা আনন্দে।।


২।  মাঠে মাঠে সোনার  ধারা
     মন যে  এখন পাগল পারা
     নবান্নর ধুম গ্রাম-গ্রামান্তরে  
     চাষী বউ সাজছে প্রাণ ভরে
     নূতন শাড়ী - লাল ডুরে
     পিঠা পায়েস - নূতন গুড়ে।।  

৩।  দুখের দিন যাচ্ছে সরে
     কাস্তে হাতে ক্ষেত - খামারে
     সবার অঙ্গে নূতন পোশাক
     হাসছে - সবাই হাসছে বেবাক।।


৪।  নলেন গুড়ের সৌরভে
     নাচে শীউলি মন গৌরবে
     নূতন ধানের খইয়ের মোয়া
     খাচ্ছে সবাই বোলছে আহা ।।