১।
বাৎসরিক পরিক্ষা শেষ  ইসকুলে ইসকুলে
অফুরন্ত ছুটি - সময় কাটে বাউন্ডুলে
সকাল থেকে দুপুর - দুপুর থেকে রাত
পকেট ভর্তি কাঁচের গুলি, সময় কাটে খেলে
নদীর চর বা বাড়ীর কাছে মাঠ।।


২।
স্বাধীন ওরা - কেউ বকেনা - কেউ ধরেনা
ডাংগুলি আর ঘুঁড়ির লড়াই চলছে খোলা মাঠে
সবাই ওরা গাঁয়ের ছেলে, নেই যে দাবী, যখন যা জোটে
কোমর জলে - ধরছে যে মাছ ঠান্ডা-কাদা মেখে।।


৩।
সবার আগে বিছানা ছাড়ে - খেঁজুরসের লোভে
ধান - বদলে গরম মুড়ি - সব চাদরের নিচে
ধানের গাদায় হেলান দিয়ে মনের সুখে খায়
রোদ পোহানো ভীষন নেশা প্রতি সকাল বেলায়।।


৪।
পাশের গাঁয়ের দরগা তলায় পীর সাহেবের মেলা
বসছে সেথায় সার্কাস আর পুতুল নাচের খেলা
খেয়ে-দেয়ে দূপুর বেলায় - যে যার মত ভাগে
সব কটাতে মনের সুখে ফেরে মেলা দেখে ।।


৫।
সন্ধ্যা বেলা আগুন জেলে  ক্ষেতের আলু পোড়া
অমৃত সেই আলুতে তখন খুশীর গন্ধ মাখা
কেমন পোড়া - আধা কাঁচা সে নিয়ে নেই ব্যাথা
আছে সবাই একই দলে - কেউ বা নাটের গোড়া।।


৬।
হারিয়ে গেছে সেই সে বেলা - স্বপ্ন দেখার রোদ
সকাল হোলেই - পোষাক পরে ছোটরে সবাই ছোট
কোথায় গেল পাখীর ছানা - কোথায় গাছের কুল
কসছে সবাই অঙ্ক এখন  -  তবু অনেকটাই তার ভুল।।