রাস্তা বুক পেতে আছে পথিক প্রবর, তোমা ত্বরে
তোমাকে দেখতে হবেনা, সময় তোমাকে চিনিয়ে দেবে
হাসি কান্না তো কাউকে জানিয়ে আসেনা বন্ধু, তবুও সে আসে
ভাবতে ভাবতে  হিসাব মেলাতে পারবেনা কোনদিন, সব পেরিয়ে যাবে
ভেবনা, সময়ের প্রতি প্রকোষ্ঠে অতি যতনে সব সাজানো আছে।।


প্রতি পলে -  সময়ের অনুশাষনে নতশিরে ছোট ছোট ভাবনা
ভাবনার অমৃত কলসে উঁকি দিয়ে  যাবে কি দেখা ঠিকানা
কোথায় যাবে - আগামীর  জন্য রেখে দেওয়া প্রতি সন্ধিক্ষনে
সন্ধিহান মন,  নিজেকেই বিশ্বাস করেনা - ভুলে যায় প্রতি ক্ষনে
দিন গুনে গুনে পায়ে পায়ে এগিয়ে যাবে অদেখা ভুবনে।।


বীজের রহস্য রক্ষিত - গোপন গভীরতায় সময়ের বন্ধনে
দু-পাতাতেই শুকাবে নাকি মহীরুহ হয়ে দানিবে শান্তি প্রতি মনে
মাটির অন্তরে তোমার জনম মরণ প্রতিটি কণায় - অনুতে
চলতেই থাক - ভাবনা দূরে ঠেলে- মেঘের ঘরে বন্দী বৃষ্টির সাজে
ভেবনা - লক্ষে অবিচল থাক জীবনে - সব সাজানো আছে ।।