না, ওরাতো কিছু জানেনা, ফুলের মত সুন্দর ঈশ্বরের দান
ওরাতো ক্ষতি করেনি কারো,  নেয়নি মানুষের প্রাণ
নিস্পাপ ওরা, গিয়েছিল পড়তে, আগামীর স্বপ্ন মেখে
হাসি মাখা সকালে ঝরে যেতে হল অবুঝ-বর্বর কাপুরুষের বুলেটে !!


ওরা হারিয়ে গেল, তবুও কি থামবে শয়তানি ইচ্ছার আস্ফালন
কি চায় ওরা? উড়াতে নিস্পাপ রক্তে ভেজা প্রতিশোধের  নিশান!
কি লক্ষ ওদের ? কিসের আশায় শুকায়ে ফেলেছে চোখের পানী
পাবে কি ক্ষমা কোথাও, বেহস্ত তো নয়ই, অপেক্ষায় জাহান্নামের ঘানি ।।


ফুল সে ফুটবেই - জেনে রাখ তোরা বুলেট দিতে পারেনা সমাধান
যে প্রাণ তোরা নিচ্ছিস কেড়ে -মূল্য তার চোকাতেই হবে, যাবে মান
বিশ্বাসের বলি হয়ে গেলি বিপথে - লিপ্ত হয়েছিস সৃ্ষ্টির সংহারে
পাবিনা মাটি কবরে, কিম্বা শান্তি, করুনা ছায়ায় ঘেরা শেষ দরবারে।।


ধিক, শতধিক ওরে কা-পুরুষের দল ভেবে দেখ একবার
সুযোগ হারিয়ে শয়তানি তখতে সাওয়ার হচ্ছিস বার বার  
ছদ্মবেশে নারকীয় উল্লাসে মেতে আসলে কার জন্য করছিস কি
মাতৃ জঠর কাঁদছে, পিতার হৃদয় যাচ্ছে ভেঙে, সভ্যতা বোলছে ছিঃ ।।


    


( শয়তানি বুলেটে পেশোয়ারের নিস্পাপ শিশুদের ঝরে যাওয়া গোটা মানব জাতিকে নির্বাক, ব্যাথিত করে তুলেছে। এত মায়ের চোখের পানী, পিতার দীর্ঘশ্বাস কি বিফলে যাবে? সুস্থ চিন্তা কি সত্যই হারিয়ে যাবে কোন কিছুর দোহাই দিয়ে ? একবার ভাবুন সবাই, সভ্যতা কি
এদের ক্ষমা করবে ? এই সামান্য লেখা টি,  যে দীপ গুলো চিরতরে নিভে গেল তাদের জন্য উৎসর্গ হল। শান্তি আসুক, নিশ্চিন্তে ফুটুক
ফুল, হাসি নিয়ে ভরে উঠুক মানব সভ্যতা )