রজনী-গন্ধা,  তোমাকে বুকে ধরেইতো স্বপ্নের শুরু
সুরভিত আবেশে এবুকের অলিন্দে ভালোলাগা গুরু গুরু
রাত জেগে -  হৃদয় ছুঁয়ে থেকে অনেক আবেগে গল্প শোনা
নিশুতি রাতের বাসরে কান পেতে প্রতি প্রহরে সময় গোনা।।


রজনী-গন্ধা,  তোমাকে ছুঁড়ে ফেলে বিদায় জানাবার আগে
কে যেন বোলেছিল রেখে দে - এখনি শুকায়নি  আবেগে
ছিলেই তো, আমার শোবার ঘরে বিছানার মাথার দিকে
হয়ত হেসেছিলে - শেষ বার সৌরভ হারাবার আগে।।


রজনী-গন্ধা যে ভালো লাগায় জড়িয়ে ছিলে ক্ষণিক আবেগে
তাকি ফিরিয়ে নিলে ! রাত ভোর হয়ে সূর্য ওঠার আগে
তোমার শুকানো পাপড়ি গুলো কেবলি খিল খিল হাসে
নির্বাক আমি - শুধু ভাবি, সব রং-প্রেম শুসে নিলে এ ভাবে !!


বিবর্ণ  জীবনে ভেসে যাওয়া প্রেম যেন তোমাতেই মিশে গেছে
না তোমাকে আর ফেলা হয়নি,  তুমিতো আছ  দেওয়ালে ঘেঁসে
নিস্প্রান - মাকড়সার জালে জড়ানো স্মৃ্তির মন্থর মূর্ছনায় বিরহ রাগে
আজো রাত জাগি - তোমাকে দেখি, শুধুই দেখি  নির্ঘুম দুচোখে।।