১।
দু-হাত উজাড় করে দিয়ে যায় মাতঃ
ফুলে-ফলে সজ্জিত শান্ত ধরণী
বলে আয়, কোলে আয়, ভালো থাক
আনন্দ উৎসবে জীবন হোক মুখরিত।।


২।
কুয়াশা মাখা শীতল চাঁদের আলোয় আবেশ খুঁজি
কোথাও বা ঝির ঝির ফিনফিনে বরফ কুচি
নূতন লেপের নরম তুলোয় সবটুকু ঢেকে
পৌষের রাতে ঊষ্ণতা আনে নূতন গুড়- পুলি পিঠে ।।


৩।
কৃষক হাসে - নূতন ধানের গন্ধে মাতোয়ারা অঙ্গন
রঙ্গিন পোষাকে ঢাকা ছোট্ট শরীরে আনন্দের চুম্বন  
দূঃখ্য সরিয়ে রেখে পিঠে-পায়েসের ঊষ্ণতায় মাতে মন
দুয়ারে দুয়ারে আলপনা সু-স্বাগত নবান্ন, ঘরে ঘরে সাধ্য মতন।।


৪।
ব্রেকফাস্ট থেকে লাঞ্চ - খামারে রাখা নূতন ধানে
সারছে চড়ুই-কবুতর, হাসি-খুশি ভয় হীন প্রাণে
প্যাঁক প্যাঁক কলরবে দলে দলে এসে খেয়ে দ্যাখে
পালক তাদের কি কথা বলে, নাকি তাড়া দিয়ে বকে।।


৫।
শৃংখলা বা মানবতার  অন্য নামই ধর্ম
মহামানব গন এসেছেন, বোলেছেন যুগে যুগে
সামাজিক জীব যাহাতে সহজে বুঝে
নসিব এয়সা, আজো বুঝিনি কেউ তার মর্ম ।।