বন্ধু, ছোট্ট এক শব্দ, অসীমের ডানায় ভাসে
সময়ের আঁচড়ে মিশে থাকে জীবনের ক্যানভাসে।।

রামধনু রঙে দিগন্ত সাজায় বিলায়ে নিজেকে
শান্তির ছায়া - পারের খেয়া - সবটুকু মিলায়ে ।।

বাড়ানো হাতই জানে জীবনের ওঠা পড়ার ছন্দ
সকাল-দূপুর বা মহাপ্রলয়ের ভ্রুকুটি, এ সম্পর্ক অন্ধ।।

দুটি হাত - মুঠি এক - দশ আঙুলের অঙ্গীকার
উজান-সুজান সব পথই মেশে এ পথে বার বার।।