দীর্ঘ তিনটে দশক একে একে হয়েছে পার
তবুও, মধ্য ফাগুনের সোনালি মধ্যাহ্নে ঝরে যাওয়া কুঁড়ি
আজো, আজো ছুঁয়ে যায় এ হৃদয়, ফিরে ফিরে দেখে বার বার ।।


সন্ধ্যা নেমেছে, রাজপথে উজ্জল হাজার বিজলী বাতি
কল্লোলিত শহরে উচ্ছ্বাসে আনন্দে ভেসে যায় দূখ্য-শোক
স্মৃতির সরণীতে আজো অমলিন সে, করছে রুদ্ধ গতি ।।


কেন এলে, পথভুলে, নাম-গোত্র হীন দীনতা মাখানো এ বুকে
ঝড় তুলে নিভিয়ে মাটির প্রদীপ, ছড়িয়ে দিয়ে যোজন অন্ধকার  
কোন রোষে আমারে করে ভিখারী, আছো কি বিলাসী সুখে।।


বাস্তবের বর্ণহীন জীবন, মেলেনা কখনো, তবু চেয়েছিলে পাশে পাশে
দানবীয় যশ - মান- ব্রাহ্মন্যবাদ, করেনি ক্ষমা, উদারতা-প্রেম
যত কটু হোক - সে জাতকই চাই, জ্ঞানী-গুনী জন থাকে আশে।।


তিন দশকের ধুলো, রোদ, ঝড়-বৃষ্টি বুকে, স্মৃতি ঘুমিয়ে থাকে
হাজার কাজের মাঝে, মধ্য ফাগুনেই তবু জাগে গভীর দীর্ঘশ্বাসে
হয়ত যাবেনা চেনা বিরহী বেলায়, কাঁদলেও মন কমল অনুরাগে।।


ভালো থেক, আমৃত্যু চাই, এ মনের নেই কোন অনুযোগ
অমর প্রেমের হয়না বিনাশ, জীবন খাতা হয়না শূন্য
যদি হাতেপাও এ কবিতা, পড়ে নিও, প্রেমের ঋণ শোধ হোক।।