শিমুল  পিয়ে ফাগুন দিনে
মৌটুসি কেন লাল হলিনা
কাজলা চিকন  মরলি ডেকে
সাথী কি তোর সাড়া দিলনা।।


হাজার রঙের ফুলের বনে
সবাই তোকে চায়যে কাছে
প্রজাপতি মরিস উড়ে মিছে মিছে
প্রেমের নেশা নেই কি মনে।।


মঞ্জরীতে মৌ মাছিরা
ভাসছে সুখের দিল দরিয়ায়
চন্দ্রকলার জড়িয়ে গলা ঘোর নিশিথে
দখিন বাতাস গান শোনায়।।


ঝরা পাতার নূপুর শুনে
জাগছেরে প্রেম তনু-মনে
হৃদয় নদীর ছলাৎ ছলাৎ
ভাঙছে যে পাড় মনের কোনে।।


অনুরাগের আগুন রঙে
গোধুলি নামে ঘোমটা টেনে
সাঁঝের বাতি দেয় প্রহরা
লাজুক শিখায় স্বপ্ন ঝরে।।