ঢেঁকি ধান ভাঙেরে উথালি পাথালি
নিটোল পায়ের খাইয়া লাথি
ছন্দে ওঠে পড়ে মুগুর, পড়ে মাটির গড়ে
শুকনো ধানের খোসা ছাড়ে
চিকন লাগে চালে, পিরিত পিটুলি
ঢেঁকি ধান ভাঙেরে উথালি পাথালি।।


ঢেঁকি, হাজার লাথি হজম কোরে প্রেমের খোসা ছাড়ায়
ও তার, লাথি বিনে মন ওঠেনা লক্ষ চড়ের ঘায়
সখা রে, ও সে লক্ষ চড়ের ঘায়
যুবতি পায়ে চলে ভাল ধাপুস ধুপুস কোরে
নিটোল পায়ের ঘাম ঝরিয়া পড়লে ঢেঁকির গায়
সখা রে - পড়লে ঢেঁকির গায়


গতরের গন্ধে ভিজে চলে ঢেঁকি, দূখ্য নাই তার মনে
ছন্দে নাচে মুগুর খান তার, চালায় যারা জানে  
ঘামে ভিজে শরীর জাগে, তেস্টায় ফাটে বুক
ঢেঁকি তবু দোলায় কোমর ওতেই যে তার সুখ
সখা রে, ওতেই ঢেঁকির সুখ।।


ভিজা চালে মেলে গুড়ি, গরম ধানে চিড়া
ঢেঁকি, কাঠের গড়ে মাথা ঠুকে কাটায় সারা বেলা
নিটোল পায়েই মহাখুশী,  করেনা অবহেলা।।