চৈতি দিনের সাতসকালে
কেগো তুমি গরম হাওয়া
বকুল কুঁড়ির ঘুম ভাঙালে
সারা রাতি আগলে রাখি
ভোরের বেলায় ফুল ঝরালে।।


সবুজ পাতার নিবিড় মায়ায়
মৌ মাছিদের দিল টুটে যায়
ঝরা ফুলের মালা গাঁথি
পরাবি সই তুই কার গলায়।।


প্রেম বিহারীর বিমল মনে
অমল আশার ওড়না বুনে
গান শোনালি বকুল ছায়ায়
চৈতি দিনের গরম হাওয়ায়।।


দিন কাটালি স্বপ্ন দেখেই
নবীন ছায়ার মধুর মায়ায়
প্রিয় কি তোর আসিবে আজি
বরের বেশে বকুল মালায় ।।