মানবতা প্রাচীন অস্ত্র, হয়েছে সে ভোঁতা
রং ছাড়া ছাতার তলায়
নাহি কেহ কোথা


গুনীজন বলেন সবে মান রীতি নীতি
গরীব গুর্বো নিয়েই বাঁচে রাজনীতি।।


নিস্তল পরিকল্পনা নীয়-মান সংসদে
নিস্তারিবে জীবন-মৃত্যু
থাকো আশে আশে


পরিকল্পনা নহে বৃথা,  বলেন গুনীজন
হাজারে পৌঁছাবে এক,  জেনে রেখো সর্বক্ষণ।।


শিক্ষার হবে প্রসার, নীতি প্রবর্তন
জনগণ আছেই চেতন
রঙের আবর্তন


ডিগ্রি নয়তো, ছাতাই  হয় মহাশক্তির ভর
পুরানো নীতির এখন পরিবর্তন দরকার।।


সমস্যা গুলিয়ে দাও, করে দান-ধ্যান
অর্থই সব পারে
নহে সমাধান


চিন্তাকে বেঁধে রাখ ভাত আর কাপড়ে
হলে সব সমাধান, স্থান হবে ভাগাড়ে।।