বেসামাল রাজনীতির সাধক গণ, ভাসে ধরে ধর্ম
অভিজ্ঞ দাঁড়ি-মাঝি বোঝে এর মর্ম
শুরু হয় মোক্ষের আসল সে কর্ম


গুরু গুরু রব ধরি,  শুরু হয় মহামারি
সাধারন নিমগ্ন , নাম জপে হরি হরি।।


ধর্মের ভিটামিন শক্তিতে মহাবলী, দুর্জয় দুর্বার
সময় থাকেনা কারো সত্যটা ভাব্বার
অলক্ষে চলে সেই রাজনীতির কারাবার


রঙ চটা পোষাক, রুধির ধারায় হয় উজ্বল
সহোদর হারালেও আসেনা চোখে জল।।


টিভি চ্যানেল, সংবাদ পত্রে, ভারী ভারী আলোচনা
দর্শন, অর্থনীতি, মানবতার কতই না ব্যাঞ্জনা
রাস্তায় হাসে লাশ, নেই কোন যন্ত্রনা


লক্ষ্য একটাই, প্রচার চাই, সামনেই এসেছে নির্বাচন
ঝুলিয়ে মিষ্টি হাসি, এক করে দিবা-নিশি, সাধু সাধু সর্বক্ষণ।।


সুযোগ না পেলে তাই, ক্ষোভের শেষ নাই
সময়টা যাবে ভেবে, ছাতার বদল চুপে চুপে
বেচা কেনা, দরদাম, চলে রঙের হাটে হাটে


লাখে নয় কোটিতে, হিসাবের দায় নাই
বিনিয়োগে ভেবে নিলে, সুদে-মুলে উঠবেই ।।