রুপসী,  নামে বল কি আসে-যায়
আছগো হৃদয় জুড়ে এ মনের পাতায় পাতায়
যখনি আদর করে নামটি ধরে ডাকি তোমায়
বুঝিনা, কেন যে বারে বারে, ফুলেরাই হেসে গড়ায়।।


তাকালে ঘোর নিশিথে আকাশ পানে
দেখিযে ছড়িয়ে আছে মুক্তরা সব তোমার নামে
খুশির ঐ আলোয় ভরে এ মনের দূর্বা বিতান
বলোনা সত্যি করে, আরো কি খুশি হবে, রাখলে অন্য নাম।।


বলোনা, হবে কি মন্দরাগে, নামেতেই প্রেমের সাধন
যদি দিই নূতন করে নামের কাঁকন
সুরে সুরে গাইলে পাখি বাতাসে জাগবে মাতন
মেঘেদের ডানায় ভেসে ঝরবেকি এ বুকে যখন তখন ।।


ভেজাকেশ ধোয়া টিপে দুহাতে জড়িয়ে রেখে
আমাকে হারিয়ে দেবে সোহাগের আতর মেখে
আনমোনা ঐ আকাশ তলে প্রেমেরই বৃষ্টি ধারায়
নূতন নামের আবেশ মেখে এস  ভিজি  দুইজনায়।।


পূর্ণহলে আশা, ভরলে  কানায় কানায়
যাখুশি বলুক লোকে, লোকের কথায় কি আসে যায়
বেঁচেথাক প্রেম আমাদের, আকাশ বাতাস সকল খানে
জেনে যাক ফুল-পাখি আর সাগর নদী নূতন রাখা ডাকনামে।।