নীল আকাশে জোর করে ছবি আঁকিয়ে নিলি
ইচ্ছে মত রঙের প্রলেপ, পেন্সিলের স্কেচ
জ্যামিতিক নিয়মের বাইরে নক্সার বদল
রোদ ভর্তি আকাশে সপ্তর্ষি চেনালি।।


আবোল-তাবোল খুশীর খেলায় মই
এক পায়ে নেচে নেচে কিত-কিত
নূতন খড়ের গাদায় সান্ধ্য লুকোচুরি
ডুব সাঁতারে জল সরিয়ে পথ দেখালি ।।


কুমড়ো ফুলের কায়দা কানুন পরাগ মিলন
খোলা পিঠে তিল গুনিয়ে চুমা দিলি
কৈশোরের আলগা বাঁধন খসিয়ে দিয়ে
মুচকি হেসে বলে ছিলি, তুই না কেমন কেমন।।

গুমোট দিনের গরম বাতাস, নেশাটা তুই ধরিয়ে দিলি
লাজুক লাজুক পছন্দ তোর, সে কথাটাও জানিয়ে ছিলি
কাল-বোশেখের দামাল খেলায় শিলা খোঁজার ছলে
মানের মাঝে আগুন জেলে, হটাৎ করেই হারিয়ে গেলি।।


অন্ধকারে, ঝড়-বাদলে আমের তলে করলি পুরুষ
আদূরে গলায় বলেছিলি, তুইনা দারুন, একটু যা ছেলেমানুষ।।