প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে হাঁকে ফেরিওলা
বল সবে কি চাই তোমার
হাজির সকাল বেলা


রাস্তা আছে, ড্রেন আছে, আছে নানান ভাতা
মৃত জনেও তোলে তাহা,  সত্য জানিবে সদা।।


বস্তা পচা গুনের কথার চলে সংকীর্তন
গৌরি সেনের অর্থে নাচে
বরাহ নন্দন


বুদ্ধিমান জনগনে দেয় করতালি
শুনিয়া গুনের কথা বলেন হরি হরি।।


কার কত আছে দোষ খোঁজাখুঁজি চলে
কে মেরেছে কত মাল
দেশ সেবার কলে


কলে পড়ে জনগন শোনেন কথকথা
লুটের অর্থ ভীমনাদ নাহি মাথা ব্যাথা।।


কমিশনের তথ্যনিয়ে কাটা ছেঁড়া চলে
হাতে নিয়ে ঢপের কাগজ
এইট পাশেই বলে


বুদ্ধির বিস্তৃতি তাদের যেন সাগর অতলান্তিক
না শুনিলে মহান বচন ফল হবে মর্মান্তিক।।