শুন শুন গুনীজন শুন দিয়া মন
চারি দিকেই চাপান উতর
নহে কাব্যিক বর্ণন


ঝাড়ে ঝাড়ে ছিল বাঁশ মাটি কেন দিলে
উদারতার জল পেয়ে বেড়েছে স্বমূলে।।


বাঁশের চেয়ে কঞ্চি দড় অভিজ্ঞতাই বলে
কেউ ছিলনা কচি-কাঁচা
সবাই ছিল তালে


ক্ষীরের লোভে মাছি ছোটে, নয় সে মিথ্যা কথা
বল বল করি ত্বরা,  আজ কেন প্রতিবাদ সভা।।


বিদ্যানিধী, বিদ্যালঙ্কার না জানে কিছুই
মুখটা যেন হাতির পেট
বাকি মানান সই


বড় মুখে মিথ্যা কথার ওজন অনেক বাড়ে
মুর্খ নহে, বলেন পন্ডিত, নক্ষ্ত্র বিচার করে।।


আইন কানুন, থানা - পেয়াদা সবি আছে স্মরনে
মাথা নাড়ে, মোজা খুলে, সেবকের ঢঙে
বিদ্যা-বুদ্ধি জলাঞ্জলি ফাটা চরনে


মুখে নাহি বাক্য সরে, ব্যানার কালো কালো
হাজির হয়ে গোরস্থানে আল্লা-রসুল বলো।।