দুধের বাছা বোতল হাতে করিস কেবল কান্না
কেন এলি রাজনীতিতে
মারের পিঠে মার লাগে রে
ভালো কথা কেউ বোঝেনা।।


শব সাধনায় মড়ার খুলি
চোলাই মেশা গঙ্গাজল
শুধু হ্রিং - শ্রীং - ক্রীং এর জোরে
মিলবে নারে সাধন ফল ।।


আতপ চাল আর ভেজানো মুগে
ঘন্টা নেড়ে ছড়াস ফুল
ভোট দেবতা আমিষ ভোজী
রোচেনা এসব তাঁর মুখে।।


অঙ্গীকারের ঝোলার ভিতর
ভীষণ সে এক অন্ধকার
খুড়োর কলে ফাঁদ পেতেছে
চোর ডাকাত আর মাতব্বর।।


পড়ে কলে কালীর সেবা
শীরনি চড়ে দরগারতে
মোল্লা-পুরুত-পাদ্রীরা সব
মারছে মাল একসাথে।।


পাচ্ছে হাসি, আসছে কাশি
বোলছে গুনী, নিউমোনিয়া
দিচ্ছে লিখে ব্যবস্থা পত্র
গূনের এঁদের নেই যে সীমা।।